আটঘরিয়ায় বিনামূল্যে সার-বীজ বিতরণ
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়ায় ২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে আটঘরিয়া উপজেলা পরিষদ চত্বরেএ কর্মসূচির আওতায় এ প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: মাকসুদা আক্তার মাসুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নুরুজ্জামান বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মো: তানভীর ইসলাম, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান মোহায়মীন হোসেন চঞ্চল, একদন্ত ইউপি চেয়ারম্যান আলাল হোসেন সরদার প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ।
কৃষি বিভাগ জানায়, প্রণোদনার আওতায় আটঘরিয়া উপজেলার একটি পৌরসভা ও ৫টি ইউনিয়নে মোট ৫ হাজার ৪শ কৃষকদের মাঝে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, মুগ, মসুর, খেসারী বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ জানান, বৃহস্পতিবার উদ্বোধনী দিনে বেশ কিছু চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রোববার ও সোমবার পর্যায়ক্রমে বাকি প্রণোদনা তালিকাভুক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে।