আটঘরিয়ায় বিশ্ব যক্ষা দিবস পালন
নুরুল ইসলাম খান: এখনই সময় অঙ্গীকার করার, যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার এই শ্লোগানকে সামনে রেখে রোববার পাবনার আটঘরিয়ায় পালিত হয়েছে বিশ্বযক্ষা দিবস। এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীর সহযোগীতায় আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সকাল ১০ টায় আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র্যালী বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: হাসানুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডা. শামীমা ইয়াসমীন, ডা. জাকারিয়া, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা : মাহবুবা খানম, ব্র্যাক কর্মী নুর আলম, আ: আলিম প্রমুখ। সভাটি পরিচালনা করেন মো: মজিবুর রহমান।
পরে আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের তিনজন ক্ষুদে চিকিৎসককে পুরষ্কৃত করা হয়।