আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধা ফনি মিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর রাজশাহী চাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফনি মিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে রাজশাহী জেলা দল কুষ্টিয়া জেলা দলকে ২-১ গোলে পরাজিত করে চাম্পিয়ন হয়।
আটঘরিয়া পৌরসভার আয়োজনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে ফুটবল ফাইনাল প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফ রিয়েল গ্রুপের চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসপো গ্রুপের চেয়ারম্যান ও পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মুর্তুজা বিশ্বাস সনি।
আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসময় বিশেষ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডল জহুল হক, দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাঈম্মীন হোসেন চঞ্চল, উপজেলা যুব লীগের সভাপতি আজিজুল গাফ্ফার, সাধারন সম্পাদক গোলাম মাওলা পান্নু।
চাম্পিয়ন রাজশাহী জেলা দলকে ৫০ হাজার টাকা ও রানার্সআপ কুষ্টিয়া জেলা দলকে ৩০ হাজার টাকা এবং ট্রফি তুলে দেওয়া হয়।
খেলা পরিচালনা করেন এ এফ সি’র রেফারি রুবায়েত হাসান। সহযোগি রেফারির দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার জাহাঙ্গীর আলম ও আরিফুল ইসলাম আরিফ। খেলা ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন রাজশাহীর দলের খেলোয়ার সাজিত হাসান। সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন কুষ্টিয়া দলের খেলোয়ার কমল।