আটঘরিয়ায় ভেকু দিয়ে পুকুর খননের দায়ে ২ জনের জরিমানা

নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়ায় ভেকু দিয়ে (এসকেভেটার মেশিন) পুকুর খনন করার দায়ে ২ জনের ৫০ হাজার করে ১ লক্ষ টাকার জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ ফুয়ারা খাতুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানাযায়, সোমবার বিকেলে উপজেল্রা আটঘরিয়া পৌরসভার উত্তরচক মহল্লার ধলেশ^র মৌজায় অনুমতি ব্যতিত পুকুর খনন করা অবস্থায় জমির মালিক আব্দুল্লাহ আল-আমীন ও ড্রাইভার কালাম হোসেনকে আটক করে। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪ ধারা মোতাকে দুইজসকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!