আটঘরিয়ায় রোপা-আমন ক্রয়ে লটারিতে কৃষক নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়া উপজেলায় রোপা-আমন ধান ক্রয়ে লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত করলেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ লটারির আয়োজন করা হয়।
আটঘরিয়া উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়ন থেকে ২ হাজার ৭৪০ জন কৃষকের মধ্য থেকে লটারির মাধ্যমে ১ হাজার ৩২জন কৃষক নির্বাচিত করা হয়।
সরকারী নির্দেশনা মোতাবেক এই ১ হাজার ৩২ জন কৃষকের কাছ থেকে ১০৩২ মে:টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারত করেছেন উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রন অফিস।
লটারির মাধ্যমে কৃষক নির্বাচন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান তারভীর ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার ফুয়ারা খাতুনের সভাপতিত্বে এসম উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন-এ-কাইয়ুম, ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম, খাদ্য পরিদর্শক লুৎফর রহমান, এসময় স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ সাংবাদিক নুরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।