আটঘরিয়ায় শত্রুতাবসত খড়ের পালায় আগুন
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়ার পুস্তিগাছা বাজারে শত্রুতাবসত বড় ভাইয়ের খড়ের পালায় আগুন দেওয়ায় অল্পের জন্য রক্ষা পেলো কয়েক কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেবোত্তর ইউনিয়নের পুস্তিগাছা বাজারে। এ ঘটনায় আটঘরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বড় ভাই জমির মালিক আবুল হোসেনের অভিযোগ, ছোট ভাই উজ্জাল তার জমি দখল করতে প্রায়ই খড়ের পালায় আগুন দেওয়া সহ তাকে বিভিন্ন সময় জমি ছেড়ে দিতে হুমকি দিয়ে আসছিলো। ঘটনার দিন বুধবার রাত সাড়ে ৮টার দিকে তার খড়ের পালায় আগুন দিয়ে পালিয়ে যায় ছোট ভাই উজ্জল। এসময় পুস্তিগাছা বাজার ও আশপাশের লোকজনসহ আটঘরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। এতে অল্পের জন্য রক্ষা পেলো বাজারে অসখ্য ব্যবস্থা প্রতিষ্ঠান।
এ ব্যাপারে আটঘরিয়া থানার এসআই আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।