আটঘরিয়ায় শুভসংঘের খাদ্য পেল ৩শ দুস্থ পরিবার
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়া উপজেলায় ৩শ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কালের কন্ঠ শুভসংঘ। বসুন্ধরা গ্রুপের সহায়তায় স্বাস্থ্যবিধি মেনে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন শুভসংঘের সদস্যরা।
বুধবার বেলা ১২ টার দিকে আটঘরিয়ার দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, বক্তব্য দেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার, ভূমি মো: আরিফুজ্জামান। কালের কন্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, মাজপাড়া উপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো: ইমরান হোসেন, সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধানস শিক্ষক মাহাতাব উদ্দিন, পাবনা জেলা শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌস, সাধারণ সম্পাদক শেখ রাফসান যানী সজিব, আটঘরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মোফাজ্জল হোসেন বাবু প্রমুখ।
সকলকে ১০ কেজি চাল, তিন কেজি ডাল ও তিন কেজি আটা দেওয়া হয়। এই করোনাকালে বসুন্ধরা গ্রুপের সহায়তা পেয়ে কৃতজ্ঞতা কামনা করেন।