আটঘরিয়ায় সবজি বিক্রেতার ছেলে এমবিবিএস ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান
মো. জিল্লুর রহমান রানা : পাবনার আটঘরিয়া উপজেলার সবজি বিক্রেতার ছেলা অদম্য মেধাবী সাবাব হাসান সজিব ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান অর্জন করেছেন। সাবাব হাসান সজিব উপজেলার দেবোত্তর ইউনিয়নের পুস্তিগাছা গ্রামের মোঃ আবুল কাশেম প্রামানিকের ছেলে। ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে তিনি টাংগাইল মেডিকেল কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেন। সে মোট মার্ক পেয়েছে ৬৭.৭৫। সাবাব তার শিক্ষা জীবনে ২০১২ সালে শ্রীকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় জিপিএ-৫, দেবোত্তর কবি বন্দে আলি মিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২০১৫ সালে জেএসসি ২০১৮ সালে এস এস সি পরীক্ষায় জিপিএ-৫ এবং ২০২০ সালে এডওয়ার্ড কলেজ পাবনা থেকে এইচ এস সি তে জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ হয়। সে একজন সবজি বিক্রেতারা সন্তান। ছেলে বেলা থেকেই অদম্য মেধাবী ও স্কুল জীবনে তার স্বভাব, চরিত্র, আচার ব্যাবহার ভালো ছিলো। শিক্ষকগণ তার প্রতি সন্তুষ্ট ছিলো। তার সহপাঠীদের সঙ্গেও ভালো সম্পর্ক ছিলো। সাবাব হাসান সজিব জানান, আমি সকলের কাছে দোয়া চাই। মহান আল্লাহ যেন আমার সহায় হন। আমি যেন শিক্ষা জীবন শেষ করে সাধারণ মানুষের সেবা করতে পারি। তার বাবা আবুল কাশেম বলেন, আমি সামান্য সবজি বিক্রেতা হলেও আমার সন্তানের লেখা-পড়ার খরচ দিতে কোন কার্পণ্য করিনাই। সন্তানের লেখাপড়ার ব্যাপারে ছিলাম সচেতন। বাবা তার সন্তানের জন্য দোয়া কামনা করেন।