আটঘরিয়ায় সুদ মুক্ত ঋণের দাবীতে ডেকোরেটর মালিক সমিতির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের কারনে সকল ধরণের অনুষ্ঠান ও গণজমায়েত বন্ধ রয়েছে, ফলে ডেকোরেটর ও সাউন্ডসিস্টেম ব্যবসায়ীদের কোন ধরণের আয় রোজগার না থাকায় সহজ শর্তে ঋণ ও প্রণোদনার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ডেকোরেটর মালিক সমিতির আয়োজনে সোমবার সকালে আটঘরিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সভাপতিত্ব করেন ডেকোরেটর মালিক সমিতির সভাপতি মো: হাসান আলী। বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মো: মোকাররম হোসেন মহরম, সদস্য আনোয়ার ইসলাম, নান্নু, শফিকুল, রবিউল ইসলাম, মোক্তার হোসেন, ফরিদ হোসেন, আমিরুল ইসরাম, রঞ্জ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, করোনা ভাইরাসের কারণে দীর্ঘ প্রায় ৫ মাস ডেকোরেটর ব্যবসা বন্ধ রয়েছে। এব্যবসার সাথে জড়িত আমরা সকলেই পরিবার পরিজন নিয়ে মানবেতার জীবন যাপন করছি। ইতো মধ্যেই আমাদের ডেকোরেটর ব্যবহৃত সকল মালামাল নষ্ট হয়ে গেছে। তাই আমরা মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আমাদের দাবি সুদ মুক্ত ঋণ প্রদান করলে আমাদের ব্যবসা আগের মতো ফিরিয়ে আসবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!