আটঘরিয়ায় স্মার্ট কার্ড বিতরণ শুরু
নিজস্ব প্রতিবেদক : শনিবার (২৭ এপ্রিল) সকালে পাবনার আটঘরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাপাসে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণের উদ্বোধন করেন আটঘরিয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রতন।
এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা সুলতানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন খান, সাংবাদিক মাসুদ রানা, আফ্রিদী মিঠুন প্রমুখ।
উল্লেখ্য, আটঘরিয়া পৌরসভা ও উপজেলায় ৫টি ইউনিয়নে মোট ১ লাখ ১৩ হাজার ৮শ ৮৯টি ার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। ২৭ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে আগামী ১০ জুন পর্যন্ত।
Spread the love