আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত আহত ২
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়ার উত্তরচক নামক স্থানে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আড়োহী শান্ত (২৪) নামের এক যুবক নিহত ও ২ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শান্ত উপজেলার একদন্ত ইউনিয়নের রতন আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার বেলা ১২ টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা চাটমোহর গ্রামী একটি যাত্রীবাহী বাস আটঘরিয়ার উত্তরচক নামক স্থানে অপর দিক থেকে এক মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল এক আড়োহী নিহত হয়। এসময় আহত হন আরো দুই জন তাদেরকে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আটঘরিয়া থানার এসআই ফিরোজ হোসেন জানান, ঘাতক বাসটিকে আটখ করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসাপাতালে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে।
Spread the love