আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত আহত দুইজন
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়ার ভবানীরপুর নামক স্থানে সিএনজি চালিত অটোরিক্সার সাথে গরুরগাড়ীর ধাক্কায় আমিরুল ইসলামের একজন নিহত ও অপর তিনজন আহত হয়েছে। আহতদের প্রথমে আটঘরিয়া ও অবস্থার অবনতি হলে তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর পোনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা হলেন, চাটমোহর উপজেলার নুরাইখালি গ্রামের আমিরুল ইসলাম। আহতরা হলেন পাবনা সদর উপজেলার কোমপুর গ্রামের সাদ্দাম (২৫) ও রাবেয়া খাতুন (২২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আটঘরিয়ার ভবানীপুর নামক স্থানে চাটমোহর থেকে সিএনজি চালিত অটোরিক্সার সাথে গরুর গড়ীর সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আমিরুল ইসলাম নিহত হয়।
Spread the love