আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত

নিজস্ব প্রতিবেদক, পাবনা রিপোর্ট টোয়েন্টিফোর : পাবনার টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়ার সঞ্জয়পুর নামক স্থানে সিএনজি ও মোটর সাইকেলের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে এক জনকে গুরুত্বর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতাল ও অপর ৩ জনকে আটঘরিয়া স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে সাড়ে চার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আটঘরিয়া থানার এএসআই সুরমান জানান, সঞ্জয়পুর নামক স্থানে সিএনজি ও মোটর সাইকেলের সংঘর্ষে ৪ জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থায় আশংকাজনক।

পুলিশ আরো জানায়, আহতদের তাৎক্ষণিক নাম পরিচয় জানা যায়নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!