আটঘরিয়ায় সড়ক দূর্ঘটনায় ভ্যান চালক নিহত
নিজস্ব প্রতিবেদক: পাবনার আটঘরিয়ায় সড়ক দূর্ঘটনায় ভ্যান চালক আক্কাস আলী (৫৪) নিহত হয়েছে। শুক্রবার সন্ধায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত আক্কাস আটঘরিয়া পৌরসভার উত্তরচক মহল্লার বাসিন্দা।
পারিবারিক সূত্র জানায়, টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়া থানাপাড়া নামক স্থানে বুধবার ভ্যান চালানো অবস্থায় মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হলে গুরুত্বর আহত হলে তাকে প্রথম আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধায় তাঁর মৃত্যু হয়।
Spread the love