আটঘরিয়ায় ১০ লক্ষ টাকা ব্যায়ে মন্দির নির্মান কাজের উদ্বোধন
জিল্লুর রহমান রানা: আটঘরিয়া উপজেলায় ১০ লক্ষ টাকা ব্যায়ে উত্তরচক কেন্দ্রীয় কালিমন্দিরের মূল ভবনের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. শহিদুল ইসলাম রতন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত নির্মান কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া প্রেসক্লাব ও আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান রানা, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. হেলাল উদ্দিন খান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের হাসান ইমাম বুলবুল। মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার সেনের সভাপতিত্বে এসময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সকল নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।
Spread the love