আটঘরিয়ায় ১২ জুয়ারুকে আটক করেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়া থানা পুলিশ এক অভিযান চালিয়ে ১২ জুয়ারুকে আটক করেছে। আজ সোমবার (২৫ নভেম্বর) বিকেলে আটঘরিয়া পৌর এলাকার রামচন্দ্রপুর ও মাজপাড়া ইউনিয়নের দরবেশপুর গ্রামে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটঘরিয়া থানার এসআই তৌফিক হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটঘরিয়া পৌর এলাকার রামচন্দ্রপুর মহল্লার একটি পুকুর পাড়ে একদল জুয়ারু জুয়া খেলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় জুয়া খেলা অবস্থায় হাতে নাতে ৫ জুরয়ারুকে আটক করা হয়।
অপরদিকে একই দিনে উপজেলার মাজপাড়া ইউনিয়নের দরবেশপুর গ্রামে পুলিশ অভিযান চালায়। এসময় হাতে নাতে ৭ জুয়ারুকে আটক করে।
বিস্তারিত আছে——————
Spread the love