আটঘরিয়ায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়ায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শামিম রেজা রঞ্জু (৩২) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ (বুধবার) সন্ধায় উপজেলার দেবোত্তর ইউনিয়নের পুস্তিগাছা বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক ওই উত্তর রাঘবপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, সংগ্রীয় ফোর্সসহ ওসি রকিবুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে পুুস্তিগাছা বাজারে ইয়াবা টাবলেট বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় শামিম রেজা রঞ্জুকে হাতে নাতে ১৫টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
Spread the love