আটঘরিয়ায় ২১৮টি ফলজ ও বনজ গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়া পৌর এলাকার কন্দপপুর মহল্লায় শত্রুতা করে ১২০টি মেহগনি গাছ ও ৯৮টি আম গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। শনিবার বিকেলের দিকে কেটে ফেলে তারা। এ ঘটনায় আটঘরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের ছায়া লিপি হতে জানা গেছে, আটঘরিয়া পৌর এলাকার রামচন্দ্রপুর মহল্লার আজাহার আলী, ইব্রাহীম প্রাং, রবিউল ইসলাম, মহিদুল ইসলাম শনিবার বিকেলের দিকে পূর্ব শত্রুতার জের ধরে দেবোত্তর মহল্লার মো: মোজাফ্ফর রহমান এর নি¤œতফশীল ভূক্ত জমিতে ৯৮টি আজ গাছ ও ১২০ টিমেহগনি গাছ কেটে ফেলে এবং পাশের একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলে। এতে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি সাধিত হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।
রোববার সকালে আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ বাগান মালিক মোজাফ্ফর রহমান বলেন, রামচন্দ্রপুর মহল্লার আজাহার আলীর সাথে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। এরই জের ধরে তারা তার ফলজ ও কাঠের কাছ কেটে সাবার করেছে।
এ ব্যাপারে আটঘরিয়া থানার এসআই আব্দুস সালাম বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ আমলে নেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।