আটঘরিয়ায় ৬ নভেম্বর ঐতিহাসিক যুদ্ধ দিবস পালিত
পাবনা রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম: ৬ নভেম্বর পাবনার আটঘরিয়ার বংশিপাড়া ঐতিহাসিক যুদ্ধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় স্মরণসভা দোয়া মাহফিল অনুষ্ঠিত।
উপজেলার মাজপাড়া ইউনিয়নের বংশিপাড়া স্মৃতিস্তম্ভে স্মরণ সভা ও দোয়া মাহফিল ইকবাল হোসেন শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্যদেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আকরাম আলী।
বিশেষ অতিথির বক্তব্যদেন, পাবনা জেলা ইউনিটের প্রাক্তন কমান্ডার মো: হাবিবুর রহমান হাবিব, আটঘরিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম রাঙা, উপজেলা সাবেক কমান্ডার জহুরুল হক, যুদ্ধকালীন কমান্ডার মো: আনোয়ার হোসেন রেনু, ডেপুডি কমান্ডার মো: আলী আশরাফ, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম ফুটু, বীরমুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, শরিফুল ইসলাম শরিফ, জয়নাল আবেদীন, আব্দুস সাত্তার, সাইফুল ইসলাম বাবলু, রফিকুল ইসলাম প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুম মনিরা, পারখিদিরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: নাজমুল হোসেন, প্রধান শিক্ষক কেএম রইচ উদ্দিনসহ উপজেলার মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
যোদ্ধাদের দাবি কালামনগর নাম পরিবর্তন করে শহীদনগর নাম রাখার দাবি সহ ২৬ মার্চ-১৬ ডিসেম্বর জাতীয় দিবসে বাংলাদেশের প্রতিটি মানুষের বাড়ীতে জাতীয় পতাকা উত্তোলন করার আহবান জানান বক্তারা।
উল্লেখ্য, ৬ নভেম্বর আটঘরিয়া বংশীপাড়া যুদ্ধ দিবস। ১৯৭১ সালে আটঘরিয়া উপজেলার কালামনগর বংশীপাড়া গ্রামে পাকিস্থানী হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে ১০ জন মুক্তিযুদ্ধে শহীদ হন। তখন অর্ধশতাধিক হানাদারও ওই যুদ্ধে নিহত হন।
সেদিন সম্মুখ যুদ্ধে শহীদ হন আবুল কাশেম, আব্দুল খালেক, ইউনুছ আলী, নায়েব আলী, আব্দুর রশিদ, আব্দুল মালেক, শহিদুল ইসলাম, আব্দুস সাত্তার, মনছুর আলী, আব্দুর রাজ্জাক।