আটঘরিয়া ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলার বীরমুক্তিযোদ্ধ দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দেবোত্তরস্থ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফুয়ারা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
সভায় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল ইসলাম, যুদ্ধকালীন কমান্ডার আনোয়ার হোসেন রেনু, বীরমুক্তিযোদ্ধা কামরুল ইসলাম ফুটু, সুলতান মাহমুদ প্রমুখ।
মতবিনিময় সভায় আটঘরিয়ার বংশিপাড়া ও কালামনগর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে নাম করণে দুটি গ্রামের মানুষের টানপোড়নে আগামী ১৬ ডিসেম্বর সরকারিভাবে কোন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত গৃহিত হয়।
এদিকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপজেলা পরিষদের উদ্যোগে ব্যাপক পরিসরে উদযাপনের সিধান্ত গৃহিত হয়।