আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
আফ্রিদি মিঠুন : পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা বৃহস্প্রতিবার আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্যদেন পাবনা জেলা আ.লীগের সভাপতি সাবেক ভূমি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ শামসুর রহমান ডিলু এমপি।
আটঘরিয়া উপজেলা আ.লীগের সভাপতি ও আটঘরিয়া পৌরসভার মেয়র মো. শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল গফুর মিয়ার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন একদন্ত ইউনিয়নের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন সরদার, দেবোত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোহাঈম্মীন হোসেন চঞ্চল, চাঁদভা ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম কামাল, লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, কেন্দ্রিয় ছাত্র লীগের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক মো. তানভীর ইসলামসহ উপজেলা আ.লীগের বিভিণ্ন স্তরের নেতৃবিন্দ।