আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগে রতন সভাপতি চঞ্চল সম্পাদক নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় শহিদুল ইসলাম রতন পূর্ণরায় সভাপতি ও মোহায়মীন হোসেন চঞ্চল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন নির্বাচিতদের নাম ঘোষনা করেন।
এর আগে আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় মাঠে সকাল ১১ টায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করার মাধ্যমে সম্মেলন শুরু হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ^াস, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল আওয়াল শামীম প্রমুখ।