আটঘরিয়া উপজেলা আদিবাসী পরিষদের সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় আদিবাসী পরিষদ পাবনার আটঘরিয়া উপজেলা শাখার সম্মেলন শনিবার (২৬ মার্চ) আটঘরিয়া উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
আটঘরিয়া উপজেলা আদিবাসী পরিষদের আহবায়ক গহুর চন্দ্র বানিয়ার্স এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন আটঘরিয়া পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী নিখিল চন্দ্র সাহা। বক্তব্য দেন পাবনা জেলা আদিবাসী পরিষদ এর সাধারণ সম্পাদক আশিক চন্দ্র বানিয়ার্স, জেলা কমিটির সহসভাপতি সুবল চন্দ্র সিং প্রমুখ।
সম্মেলনে গহুর চন্দ্র বানিয়ার্সকে সভাপতি ও অরুন চন্দ্র ভুইমালীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট আটঘরিয়া উপজেলা আদিবাসী পরিষদের কমিটি গঠন করা হয়।