আটঘরিয়া উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়া উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সিদ্দিকুর রহমান এই কমিটি ঘোষনা করেন।
আটঘরিয়া উপজেলা বিএনপির কমিটির আহবায়ত হলেন, আতাউর রহমান রানা, যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন আলম ও সদস্য সচিব ফারুক আহম্মেদ এবং আটঘরিয়া পৌর বিএনপির আহবায়ক হলেন, আওরঙ্গজেব বাচ্চু, যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম খান এবং সদস্য সচিব হলেন আব্দুল বাতেন।
বৃহস্পতিবার বিকেলে আটঘরিয়ার দেবোত্তর বাজার প্রাঙ্গনে আতাউর রহমান রানার সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সিদ্দিকুর রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাজাহান আলী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাজাদ্দুর রহমান স্বপন, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদুন্নবী স্বপন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির আহম্মেদসহ জেলা ও উপজেলা বিএনপির ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।