আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী তানভীর চষে বেড়াচ্ছেন গ্রামাঞ্চল
আফ্রিদি মিঠুন : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী মো: তারভীর ইসলাম উপজেলা হাটবাজার থেকে শুরু করে গ্রামাঞ্চলে চষে বেড়াচ্ছেন। মতবিনিয় থেকে শুরু করে নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে যাচ্ছেন। এতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যাচ্ছে।
মো: তারভীর ইসলাম কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপ সম্পাদক এবং আটঘরিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতনের পুত্র।
জানা গেছে, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আটঘরিয়া উপজেলা প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে হাট-বাজার ও নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সাথে মতবিনিময় করছেন। গত এক সপ্তাহে তিনি আটঘরিয়া পৌর এলাকাসহ উপজেলার ৫টি ইউনিয়নের প্রত্যকে গ্রামে তিনি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন।
এ ব্যাপারে আটঘরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মওলা পান্নু বলেন, তানভীর ইসলাম আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো তাকে সাধুবাদ জানিয়েছেন।
মো: তারভীর ইসলাম বলেন, এই এলাকার মাটি ও মানুষের সাথে মিশে আছি। যেহেতু এই এলাকার মানুষের সাথে আমার এবং আমার পরিবারের নাড়ির সম্পর্ক সে কারণে উপজেলা পরিষদের নির্বাচনে তিনি প্রার্থী হতে আগ্রহী।
তিনি বলেন, তরুন হিসেবে আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হলে বিপুল ভোটের মাধ্যমে তিনি জয়যুক্ত হবেন বলে জানান তিনি।