আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান পদে তানভীরের মনোনয়ন উত্তোলন
নিজস্ব প্রতিবেদক, আটঘরিয়া : আসন্ন আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রেীয় ছাত্রলীগের তথ্য গবেষনা বিষয়ক উপ সম্পাদক তানভীর ইসলাম শুক্রবার উপজেলা নির্বাচন অফিস থেকে তিনি মনোনয়নপত্র উত্তোলন করেন। এসময় তার সঙ্গে ছিলেন, একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, দেবোত্তর ইউনিয়ন পলিষদের চেয়ারম্যান মোহায়মীন হোসেন চঞ্চল, লক্ষিপুর ইউনিয়ন পলিষদের চেয়ারম্যান শেখ আনোয়ার, আওয়োমী লীগ নেতা মোহাম্মদ আলী মজনু প্রমুখ।
এর আগে শুক্রবার সকালে আটঘরিয়া উপজেলা চত্বরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল, চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম কামাল, দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহায়মীন হোসেন চঞ্চল, লক্ষীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রেজাউল করিম, আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান সুজন, আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মনিরুজ্জামান পান্না, মাজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিন্নাত আলী, আটঘরিয়া উপজেলা ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ইউনুছ আলী আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য , মজনু কাকা, মোজাম্মেল হোসেন, আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন খান, আটঘরিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার ও সাধারণ সম্পাদক গোলাম মওলা পান্নু সহ আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগ , যুবলীগ, ছাত্রলীগ।
বক্তারা বলেন, সব ভেদাভেদ ভুলে আওয়ামী লীগের নেতাকর্মীদের এক হয়ে আসন্ন নির্বাচনে তারভীরের পক্ষে কাজ করে জয়যুক্ত করতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: শহিদুল ইসলাম রতন বলেন, আমাদের মধ্যে আর কোন দ্বন্দ্ব নাই। আজ আমরা এক কাতারে থাকায় আসন্ন নির্বাচনে বিপুল ভোটে তারভীর জয়যুক্ত হবে।