আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান পদে তানভীরসহ তিন জনের মনোনয়নপত্র দাখিল
আফ্রিদি মিঠুন : উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখির শেষ দিনে সোমবার বিকেল ৫টা পর্যন্ত আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান পদে মোট ৩ জন্য ও মহিলা ভাইস চেয়ারম্যান পতে ৫ জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোট ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা হলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক তানভীর ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: ইশারত আলী ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন পান্না।
সোমবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক তানভীর ইসলাম উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট তার মনোনয়নপত্র দাখিল করেন। এসময় তার সঙ্গে ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহায়মীন হোসেন চঞ্চল, লক্ষিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনোয়ার, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী মজনু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মওলা পান্নু প্রমুখ।
বিকেলে মনোনয়নপত্র দাখিল করেন মোবারক হোসেন পান্না এবং রোববার মনোনয়নপত্র দাখিল করেছেন মো: ইশারত আলী।
উল্লেখ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক তানভীর ইসলামের সঙ্গে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগসহ তার অঙ্গ সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা তার পক্ষে রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।