মানব সেবায় ছুটে চলছেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর
বিশেষ প্রতিবেদক : পাবনার আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মো: তানভীর ইসলাম সেবায় সন্তুষ্ঠ উপজেলাবাসী। অসহায়, দিনমজুরের মানুষের কল্যানে কাজ করায় তিনি এখন উপজেলার সকলের আস্থর প্রতীক হয়ে উঠেছেন। লোভ লালশার উদ্ধে থেকে তিনি সকলকে সেবা দিয়ে যাচ্ছেন। চেয়ারম্যানকে নিয়ে গর্ববোধ করছে উপজেলার আপামর জনতা।
উপজেলা চেয়ারম্যান মো: তানভীর ইসলাম বলেন, উপজেলার অভিভাবকের দায়িত্ব নেওয়ার পর উপজেলা থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্য বিয়ে, শিক্ষারহার বৃদ্ধিসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছেন তিনি। স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়েই তিনি কাজ করছেন। তার নির্বাচনী ইশতেহার শতভাগ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এখন পর্যন্ত তিনি মানুষকে সেবা দিচ্ছেন। আটঘরিয়া উপজেলাকে একটি মডেল উপজেলা গড়ার স্বপ্ন নিয়েই সাবেক এই কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা তানভীর ইসলাম কাজ করছে।
চেয়ারম্যান তানভীর ইসলাম কঠোর তত্ত্বাবধায়নে সুনামের সাথেই দিন দিন আটঘরিয়া উপজেলা এগিয়ে যাচ্ছে। উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে যোগদানের পর থেকেই সর্বস্তরের মানুষ পরিষদমুখী হয়ে উঠেছেন। উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, কাঁচা রাস্তা পাকা করন, নতুন নতুন রাস্তা নির্মান. আর্সিনিক মুক্ত টিউবওয়েল, স্যানেটারীসহ বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে জনসাধারনের বিসস্ত হয়ে উঠেছেন তিনি।
তানভীর ইসলাম বলেন, আমি জনগনের ভোটে নির্বাচিত হয়েছি। তাই সব সময় জনগনের সেবা দিতেই আমি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি। কোন মানুষ যাতে আমার পরিষদে এসে হয়রানি না হয়, সেলক্ষ্য নিয়েই আমি কাজ করছি। সরকারে যাতে বদনাম না হয়, সেজন্য সরকারের বয়স্ক ভাতা, বিধবা ভাত, পুঙ্গ ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিএফের সঠিক ভাবে বিতরন করে আসছি। যতদিন উপজেলা পরিষদের অভিভাবকের দায়িত্বে থাকবো সততা ও নিষ্ঠার সাথে সব সময় কাজ করবো ইনশাল্লাহ।