আটঘরিয়া উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী তানভীরের সাথে সাংবাদিকদের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী তানভীর ইসলাম আটঘরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার সন্ধায় দেবোত্তরস্থ আটঘরিয়া প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী পৌর মেয়র শহিদুল ইসলাম রতনের পুত্র তানভীর ইসলাম। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন, মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন, আটঘরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মওলা পান্নু, পৌর যুবলীগের সভাপতি আব্দুল আলিম খান, সাধারণ সম্পাদক আসাদ মল্লিক।
উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল অঅতিক শাহীন, উপজেলা যুবলীগ নেতা মাসুদুর রহমান কবীর টুলু, পৌর ছাত্রলীগের সভাপতি বাঁধন খান, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম নাছিম প্রমুখ।
আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তারভীর ইসলাম বলেন, এই এলাকার মাটি ও মানুষের সাথে মিশে আছি। যেহেতু এই এলাকার মানুষের সাথে আমার এবং আমার পরিবারের নাড়ির সম্পর্ক সে কারণে উপজেলা পরিষদের নির্বাচনে তিনি প্রার্থী হতে আগ্রহী। আটঘরিয়া উপজেলার মাদকমুক্ত সমাজ গড়তে এবং এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সুখ দুখে পাশে থেকে কাজ করার প্রত্যয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চান। এজন্য তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।