আটঘরিয়া পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষনা
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়া পৌরসভায় ২০২১-২০২২ অর্থ বছরের নতুন কর আরোপ ছাড়াই ২৮ কোটি ২৫ লক্ষ ২২ হাজার ৫শ ৮০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটের মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ৪০ লাখ ৪৪ হাজার ৫ শ ৯৯ টাকা ও উন্নয়ন আয় ধরা হয়েছে ২৫ কোটি ৮৪ লাখ ৭৭ হাজার ৯ শ ৮১ টাকা।
সোমবার বিকেল ৩ টায় পৌরসভা মিলনায়তনে এ উন্মুক্ত বাজেট ঘোষনা করেন পৌর মেয়র শহিদুল ইসলাম রতন।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর সভার ভারপ্রাপ্ত সচিব আরিফুল ইসলাম, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম, কাউন্সিলর গোলাম সরোয়ার, সাংবাদিক আব্দুস সাত্তার মিয়া, প্রেসক্লাবের সম্পাদক জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতাজাহিদুল ইসলাম মুকুল, গোজার হোসেন, শিক্ষক হেলাল উদ্দিন, সমাজ সেবক নিজাম উদ্দিন প্রমুখ।
Spread the love