আটঘরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্বভার গ্রহণ
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলারা দায়িত্বভার গ্রহণ কেরেছেন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তারা। এ উপলক্ষে পৌরসভা চত্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।
আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম রতন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউর রহিম লাল, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু, থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন পাবনা জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেজাবীন প্রিয়া, ঈশ্বরদী পৌর মেয়র ইসহাক আলী মালিথা, সাবেক ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ, দেবোত্তর ইউপি চেয়ারম্যান ও আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাঈম্মিন হোসেন চঞ্চল, নব নির্বাচিত কাউন্সিলর আব্দুল মান্নান, নীরব কুমার প্রমুখ।