আটঘরিয়া পৌরসভার মহিলা কাউন্সিলর সিমার কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়া পৌর সভার ৭, ৮, ৯ ওয়ার্ডেও মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর সিমা খাতুন ৩ শতাধিক অসহায় দুস্থ্য মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি তার নিজ বাসস্থান দেবোত্তর মহল্লা থেকে কম্বল বিতরণ করেন।
জানা গেছে, দেবোত্তর, কন্দপর্পও, উত্তররামচন্দ্রপুর, রাধাকান্তপুর, বরুলিয়া, চকধলেশ^র মহল্লার তিন শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় কাউন্সিলর সিমা খাতুন বলেন, কোন এই তিন ওয়ার্ডেও কোন অসহায় দুস্থ্য পুরুষ অথবা মহিলা যদি কেউ কম্বল না পায় তাহলে তাকে খুজে তার হাতে কম্বল তুলে দেবেন।
আর এই উদ্যোগকে এলাকার সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।
Spread the love