আটঘরিয়া বাল্য বিবাহ থেকে রক্ষা পেলা এক স্কুল ছাত্রী
নিজস্ব প্রতিবেদক : আটঘরিয়া থানা পুলিশের প্রচেষ্ঠায় বাল্য বিবাহ থেকে রক্ষা পেলা (১৩) বছর বয়সী এক স্কুল ছাত্রী। একই সঙ্গে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করায় বর ও মেয়ের বাবাসহ তিনজনকে ভ্রাম্যমান আদালতে তিন মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার মাজপাড়া ইউনিয়নের মথুড়ানগর গ্রামে এ ঘটনা ঘটে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাজাপাড়া ইউনিয়নের মথুড়ানগর গ্রামে (১৩) বছর বয়ী এক স্কুল ছাত্রীর বিয়ের আয়োজন চলছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখার থেকে বিয়ে করতে আসা বর ও বরের দুলাভাই ও মেয়ের বাবাকে আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফুয়ারা খাতুন ভ্রাম্যমান আদালত বসিয়ে তিনজনকে তিন মাস করে কারাদন্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, দেবোত্তর ইউনিয়নের গোরুরী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে বর রাসেল রানা (২৩), তার দুলাভাই চাঁদপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আ: হাই (৩০) ও মেয়ের বাবা মাজাপাড়া ইউনিয়নের মথুড়ানগর গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে সুজাব আলী (৬০)। তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।