আটঘরিয়া বিএনপি নেতা বাতেন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, আটঘরিয়া : পাবনার আটঘরিয়া উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক আব্দুল বাতেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে তাকে আটঘরিয়া বাজার থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃত আব্দুল বাতেন চাঁদভা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
আটঘরিয়া থানা সূত্র জানায়, গ্রেপ্তারৃকত আব্দুল বাতেনের বিরুদ্ধে ২০১৭ সনে নাশকতার মামলার সন্দেহ ভাজন আসামি সে। শুক্রবার সকালে তাকে আটঘরিয়া বাজার থেকে একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার করে বিকেলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Spread the love