আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক: আটঘরিয়া উপজেলার সন্ত্রাস, মাদক, এবং নারী নির্যাতস ও ইভটিজিং এর বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। মঙ্গলবার আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনাসভায় আমন্ত্রীত অতিথিবৃন্দ এসকল কথা বলেন। এসময় উপস্থিত অতিথিবৃন্ধ আটঘরিয়ার সাংবাদিকদের নানা কর্মকান্ডের প্রশংসা করেন।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগিত পরিবেশন করে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আকরাম আলী।
বিশেষ অতিথির বক্তব্যদেন দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোহাঈম্মীন হোসেন চঞ্চল, আটঘরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ জহুরুল হক, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ, সাংবাদিক সমিতি আটঘরিয়া শাখার সভাপতি আব্দুস সাত্তার মিয়া।
আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ সুলতান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান রানার সার্বিক পরিচালনায় এসময় বক্তব্যদেন কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহাতাব উদ্দিন, সাংবাদিক কে,এম রইচ উদ্দিন রবি, আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটার সহ-সভাপতি মোঃ শাহীনুর রহমান জোয়াদ্দার, উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ ফারুক হোসেন, পল্লী পাঠাগার মিয়া পাড়ার সভাপতি মো. আব্দুল কাদের, বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কৃষক শ্রী বিপ্লব কুমার সেন, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. শফিউল্লাহ প্রমখ।
এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মো. মোনায়েম খান, আটঘরিয়া প্রেসক্লাবের সাবেক সম্পাদক মাসুদ রানা, জেএস ইলেকট্রনিক্র (ওয়ালটন ও সিঙ্গার শোরুমের পরিচালক মো. শফিউল্লাহ শফি, দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আব্দুল বারী, মোঃ আরিফুল ইসলাম, আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মোঃ বুরহানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন শেখ, সমাজ কল্যাণ সম্পাদ মোঃ মনিরুজ্জামান সুজন, দপ্তর সম্পাদক মো. হেলাল উদ্দিন খান, সদস্য খন্দকার মজিবর রহমান। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন তোয়াজ উদ্দিন দাখিল মাদ্রাসার সহ-সুপার মো. আব্দুল আজিজ খান।