আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ৮০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক : পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও করোনা ভাইরাসের কারণে অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
বৃহস্পতিবার সকালে খাদ্য সামগ্রীর বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফুয়ারা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাজাহান আলী। এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রানা প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এসময় আটঘরিয়া উপজেলা ৮০টি অসহায়, দুস্থ্য পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল. তেল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী।
Spread the love