আটঘরিয়া সড়াবাড়িয়া ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : পাবনার আটঘরিয়ার সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে মাছে রোববার বিকেলে ফুটবল টুার্নান্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় চাটমোহর পাচুড়িয়া ফুটবল একাদশ দেবোত্তর যুব সংর্ঘেকে ট্রাইব্রেকারে ১ গোলের ব্যবধানে পরাজিত করে।
দেলোয়ার বিশ্বাস এর সভাপতিত্বে সেমিফাইনাল প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মো: মোজাফ্ফর রহমান এর পক্ষে আটঘরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মোফাজ্জল হোসেন বাবু, বিশেষ অতিথি ছিলেন, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ, দৈনিক যায়যায়দিন পত্রিকার পাবনা প্রতিনিধি আরিফ আহম্মেদ সিদ্দিকী, আটঘরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রানা, সাংবাদিক মাসুদ রানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আয়োজক কমিটির সভাপতি ইন্তাজ আলী বকুল বিশ^াস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মোজাম্মেল হক, শিক্ষক ওসমান গনি প্রমুখ।
সেমিফাইনাল প্রতিযোগীতা প্রথম ও দ্বিতীয়ার্ধে কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারে দেবোত্তর যুব সংর্ঘেকে চাটমোহর পাচুড়িয়া ফুটবল একাদশ ১ গোলের ব্যবধানে পরাজিত করে। আর এই খেলা
দেখতে বিভিন্ন এলাকার কয়েক হাজার দর্শক খেলা উপভোগ করেন। এই ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন উপজেলার ১৬টি দল অংশ নিচ্ছে।
খেলা পরিচালনা করেন খোকন ও সহকারীর দায়িত্ব পালন করেন মোসতাক ও দুর্জয়।