আটঘরিয়া হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি পরলোকে
স্টাফ রিপোর্টার :আটঘরিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী উপজেলার গোরুরী সাহাপাড়া গ্রামের বাবু আশুতোষ কুমার সাহা (৫৬) হৃদ রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। শুক্রবার ভোরে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী নেওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়ে, স্ত্রীসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার তাকে ঘাসিখোলা মহাস্বশ্মানে তার শেষকৃত সম্পন্ন হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্ত্যপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন আটঘরিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব কুমার সেন, সহ-সভাপতি শ্রী বিজন কুমার সাহা, মানিক কুমার সেন, পূজা উদযাপন কমিটির সভাপতি নিরোধ কুমার কর্মকার প্রমুখ।
Spread the love