আতাইকুলায় ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ আটক ৩

সাঁথিয়া প্রতিনিধি : ঈদুল আযহার হত দরিদ্রদের মধ্যে ভিজিএফ এর চাউল আত্মসাতের অভিযোগে পাবনার আতাইকুলা থানার আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার খন্দকার আতিয়ার হোসেনসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার ভোরে। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গরিব অসহায় হত দরিদ্র মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় তার জন্য সরকার বিনা মূল্যে ভিজিএফ এর চাউল বন্টন করেন। আতাইকুলা ইউনিয়নে ৩৯৬৫ জন কার্ড ধারির অনূকুলে ৫৯.৪৭৫ মেট্রিক টন চাউল বরাদ্দ হয়। ১৫ কেজি করে দেওয়ার নিয়ম থাকলেও চেয়ারম্যান ১০/১১ কেজি করে চাউল বন্টন করেন।

১৫ আগস্ট বৃহস্পতিবার ভোরে চেয়ারম্যনের ব্যক্তিগত গাড়ী চালক উজ্জল (২৫) ,ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মিলন(২৬) পরিষদের গুদাম থেকে ১৬ বস্তা চাউল কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে গাড়ীতে নেওয়ার সময় গঙ্গারামপুর বাজারে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশ কে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাউলসহ তাদের আটক করে।

পাবনা সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার রোকসানা মিতার নেতৃত্বে পরিষদের গুদাম তল্লাশী করে আরো ২২ বস্তা চাউল উদ্ধার হয়। এ ব্যাপারে ইউনিয়ন রিলিফ বন্টন অফিসার ও উপসহকারী প্রকৌশলী এলজিইডি পাবনা ফরহাদ লতিফ বাদি হয়ে চাউল ব্যবসায়ী মুন্নাফ (৪০) সহ চারজনকে আসামি করে একটি মামলা রুজু করেন। আটকৃত ৩ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন ভিজিএফএর চাউল কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়ার সময় চেয়ারম্যান সহ ৩জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত চাউল থানা হেফাজতে রয়েছে। উল্লেখ্য আটককৃত চেয়ারম্যান আতাইকুলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!