আতাইকুলা জসিম উদ্দিন কল্যাণ ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

পাবনা প্রতিনিধি : মরহুম হাজী জসীম উদ্দিন কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পাবনার আতাইকুলার আলোকচর সরকারি প্রাথমিক বিদ্যায়ল মাঠে শনিবার বিকেলে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্যের পিএস ও সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী ভিপি মাসুদ।

বিশেষ অতিথি ছিলেন আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর টহমান, সাদুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্লা, সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সী, বিশিষ্ট শিল্পপতি মেহেদী হাসান সোহাগ, সমাজ সেবক এমএম শাকিল হোসেন। সার্বিক তত্বাবধানে ছিলেন ইউপি সদস্য হাসিবুল ইসলাম হাসিব।

স্থানীয় অসহায়, দরিদ্র, শীতার্ত, এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীসহ নারী পুরুষের মধ্যেো ৪০০ শীতবস্ত্র বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, মরহুম হাজী জসিম উদ্দিন কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সমাজ সেবা হিসেবে জনকল্যাণকর কাজ করা হয়। মানবসেবার এ কাজ অব্যাহত থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!