পাবনার আতাইকুলা থানার এসআই হাসান আলীর পিস্তুলের গুলিতে আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার আতাইকুলা থানার এসআই হাসান আলী পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছেন। শনিবার রাত ২টার দিকে থানার ছাদে এ ঘটনা ঘটে। আজ সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, রাতে খাবার খেয়ে থানার ব্যারাকের একটি কক্ষে ছিলেন এসআই হাসান আলী। গেল রাত দেড়টার দিকে তিনি মোবাইল ফোনে কথা বলার জন্য থানার ছাদে যান। সেখানে তিনি রাতের কোনো এক সময় তার নামে ইস্যুকৃত পিস্তল মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেন।
আজ সকাল সাড়ে ৯টার দিকে তাকে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে থানার ছাদে তার মরদেহ পাওয়া যায়। তার আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জব্বার আলীর ছেলে হাসান আলী এ বছরের ৮ ফেব্রুয়ারি পাবনার আতাইকুলায় থানায় এসআই হিসেবে যোগ দেন। এর আগে বাংলাদেশ পুলিশে যোগ দেন গত বছরের ৬ ফেব্রুয়ারি।