আদিবাসী কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগ
তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে আদিবাসি কলেজ ছাত্রী (১৭) কে ধর্ষণের অভিযোগ উঠেছে আবু সাইদ নামের তার গৃহ শিক্ষকের বিরুদ্ধে।
বিষটি নিশ্রিত করেছেন স্থানীয় ইউপি মহিলা সদস্য মালতী রানী।
বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার তালম ইউনিয়নের গুল্টা গ্রামে এ ঘটনা ঘটে। আর এ ঘটনার পরপরই বিক্ষুদ্ধ লোকজন অভিযুক্ত আবু সাইদকে বেদম মারপিট করে বলে স্থানীয়রা জানান।
এলাকাবাসী সুত্রে জানা যায় অভিযুক্ত গৃহ শিক্ষক আবু সাইদ উপজেলার তালম ইউনিয়নের গুল্টা হাজিপাড়া গ্রামের মৃতঃ জাফর মোল্লার ছেলে। বর্তমানে ওই সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
ধর্ষনের শিকার কলেজ ছাত্রীর বাবা তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি ফজলে আশিক ।
অভিযোগ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত নয়টার দিকে আদিবাসী কলেজ ছাত্রীর বাবা-মা তাদের বাজারের একটি স্টলে চা বিক্রী করছিলেন এই সুযোগে গুল্টা হাজিপাড়া গ্রামের মৃতঃ জাফর মোল্লার ছেলে ওই গৃহ শিক্ষক আবু সাইদ মোল্লা (৩৮) আদিবাসি কলেজছাত্রীকে পড়াতে এসে জোরপুর্বক তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষন করে। পরে তার চিৎকারে লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে আটক করে ব্যাপক মারপিট করে। পরে মুমুর্ষ অবস্থায় ওই যুবককে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, এ ঘটনা তদন্তের জন্য থানার এসআই আব্দুল মতিনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।