আপাতত কুষ্টিয়ায় শেষ হলো ‘কালবেলা’
বিনোদন: টানা ২০ দিন কুষ্টিয়া শহরসহ এর আশেপাশের বিভিন্ন লোকেশনে আপাতত শেষ হলো সাইদুল আনাম টুটুল পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘কালবেলা’র শুটিং। আগামি মাসে রাজশাহীতে আর কিছু কাজ শেষ হলেই পুরোপুরি শেষ হয়ে যাবে এ সিনেমার কাজ।
আর এরই মধ্যদিয়ে টুটুলের দীর্ঘদিনের একটি স্বপ্নের কাজও শেষ হবে। তখন শুধু অপেক্ষা দর্শকের কাছে ‘কালবেলা’ তুলে ধরার। ২০০১ সালে আইন ও সালিশ কেন্দ্র কর্তৃক প্রকাশিত ‘নারীর ৭১ ও যুদ্ধ পরবর্তী কথ্য কাহিনী’ থেকে একজন নারী সানজিদার ওপর মুক্তিযুদ্ধের সময়কার নানান অত্যাচার, নির্যাতনের গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে ‘কালবেলা’ সিনেমায়। এতে সানজিদা চরিত্রে অভিনয় করছেন ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি ২০১৭’র চ্যাম্পিয়ন তাহনিমা অথৈ। তার বিপরীতে স্বামী মতিনের চরিত্রে অভিনয় করছেন শিশির আহমেদ। এরইমধ্যে সিনেমার প্রায় নব্বই ভাগ কাজ শেষ হয়েছে বলে জানান সাইদুল আনাম টুটুল।
প্রথম সিনেমায়ই গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা এবং সাইদুল আনাম টুটুলের মতো একজন খ্যাতিমান নির্মাতার নির্দেশনায় অভিনয় করতে পারা প্রসঙ্গে তাহমিনা অথৈ বলেন, টুটুল স্যার যেমন গুণী একজন নির্মাতা ঠিক তেমনি একজন ভালো অভিনেতাও।
প্রত্যেকটি দৃশ্যে অভিনয়ের আগে তিনি যেভাবে অভিনয় করে দেখাতেন তাতে আমাদের কোনোই কষ্ট হতো না। আবার এটাও ঠিক তিনি শিল্পীকে স্বাধীনতা দিতেন। আমরা কীভাবে অভিনয় করতে চাই সেটাও দেখতেন।
শিশির আহমেদ বলেন, আমার অভিনীত মতিন চরিত্রটি সমাজের গতানুগতিক সহজ সরল ছেলে। টুটুল স্যারের সহযোগিতায় চরিত্রটিকে বাস্তবে রূপদান করার চেষ্টা করেছি। উল্লেখ্য, সাইদুল আনাম টুটুলের প্রথম সিনেমা ‘আধিয়ার’।