আবারো বুবলিকেই কাছে টানলেন শাকিব
বিনোদন: নতুন ছবির জন্য বছরের শুরুতেই বুবলিকে বেছে নিলেন চিত্রনায়ক শাকিব খান। আগামি ১২ জানুয়ারি ‘বীর’ শিরোনামের ছবির সেটে বছরের প্রথম শুটিং করবেন তিনি। এ ছবির জন্য শাকিবের বিপরীতে কোনো অভিনেত্রীকে দেখা যাবে তা নিয়ে চলছিল নানা জল্পনা। গত বছরের শেষ সপ্তাহে জানানো হয়েছিল চমক আকারে জানানো হবে নায়িকার নাম। অনেকেই ধরে নিয়েছিল যে, হয়তো এবার নিয়মিত কোনো নায়িকা নয়, শাকিবের বিপরীতে নতুন কোনো লাস্যময়ীকে দেখা যাবে ঢালিউড সিনে পদার্য়।
তবে সেই চমকের পালে হাওয়া লাগেনি। বুবলিকেই বেছে নিলেন শাকিব। ‘বীর’ ছবিতে শাকিবের বিপরীতে প্রেম রসায়নে বুবলিকেই দেখবেন দশর্ক। ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল বুবলির অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেন। তবে বুবলি ছাড়াও ছবিতে থাকছেন নবাগত ছোট পদার্র অভিনেত্রী তামান্না ইসরাত সোহানী।
মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমরা ছবিটি ঘিরে নানা চমক রেখেছি। নতুন নায়িকা সোহানী বড় পরিসরে এবারই আসছেন। আগামি ১২ জানুয়ারি থেকে বিএফডিসিতে ছবিটির শুটিং শুরু হবে। এরপর ১৭ তারিখে আমরা রাঙ্গামাটি যাব।’
গত বছরের শেষের দিকে মহরতের দিন থেকেই ‘বীর’ ছবি ছিল আলোচনায়। এর কারণ ছিল ছবিটি হতে যাচ্ছে খ্যাতিমান পরিচালক ও অভিনেতা কাজী হায়াতের ৫০তম পরিচালিত ছবি। ছবিটির মহরত অনুষ্ঠানে ছবির প্রযোজক মো. ইকবাল জানিয়েছিলেন, ‘শাকিবের গাওয়া গান রেকডর্ দিয়েই শুরু হবে ছবিটির যাত্রা।’