আবারো ‘রেস’ শুরু করছেন সাইফ আলী খান!

বিনোদন: শুরুতে ‘রেস’ ফ্রাঞ্চাইজির অংশীদার ছিলেন সাইফ আলী খান। ‘রেস’ ও ‘রেস টু’ দিয়ে পর্দা মাতিয়েছেন তিনি। তবে ‘রেস থ্রি’তে এসে সাইফের জায়গায় স্থলাভিষিক্ত হন সালমান খান।
গত বছর ‘রেস থ্রি’ মুক্তি পায়। তবে বক্স অফিসে সিনেমাটি তেমন ব্যবসা করতে পারেনি। সমালোচকরা সিনেমাটির গল্পকে ‘দুর্বল’ বলেও আখ্যায়িত করেন। আর এজন্যই নাকি ‘রেস’র তৃতীয় কিস্তিতে আবার দেখা যাবে বলিউড ‘নবাব’কে। ফ্রাঞ্চাইজিটির প্রযোজক রামেশ তাওরানী সাইফকে ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছেন বলে খবর প্রকাশ পেয়েছে।
যদিও ‘রেস থ্রি’র প্রমোশনের সময় সালমান খান জানান, তৃতীয় পর্ব মুক্তির পরই সিনেমাটির টিম নতুন পর্বের কাজ শুরু করছে। তাই সাইফ আলীর খানের বিষয়টি অফিসিয়ালি ঘোষণা না আসা পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না।
এদিকে সাইফ আলী খান নেটফ্লিক্সের ‘সেক্রেড গেমস’র দ্বিতীয় পর্বের শুটিং নিয়ে ব্যস্ত আছেন। বিক্রম চন্দ্রের লেখা উপন্যাস থেকে ওয়েব সিরিজটি নির্মিত হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!