আমরা একটি সিনেমা বানাবো ফিকশ চলচ্চিত্র প্রদর্শণ পাবনায়
পাবনা প্রতিনিধি : বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য আশরাফ শিশিরের নতুন চলচ্চিত্র আমরা একটি সিনেমা বানাবো এর প্রদর্শন হয়েছে পাবনাতে। স্থানীয় রূপকথা প্রেক্ষাগৃহে দুদিনের এই চলচ্চিত্র প্রদর্শনের উদ্বোধন করা হয় আজ সকালে।
পাবনা ফ্লিম সোসাইটির উদ্যোগে আয়োজিত কর্মসূচির প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক কবীর মাহমুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে রূপকথা প্রেক্ষাগৃহের স্বত্তাধিকারী শিল্পপতি ড. সোহানী হোসেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বিএম ফজলুর রহমান, সাবেক সম্পাদক উৎপল মির্জা ও চলচ্চিত্র পরিচালক আশরাফ শিশির, পাবনা ফ্লিম সোসাইটির প্রধান সমন্বয়ক খালেদ হোসেন পরাগ প্রমূখ বক্তব্য দেন। আগামীকাল বিশ জুলাই দুদিনের এই প্রদর্শণী শেষ হবে।
Spread the love