আমিনপুরে পূর্বশত্রুতার জেরে গাছ কর্তন : সর্ণালংকার নগদ টাকা লুট
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার আমিনপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা একটি বসবাড়িতে হামলা চালিয়ে বিভিন্ন প্রজাতির কাঠের গাছ কেটে সাবাড় করে দিয়েছে। এসময় বাধা দিতে গেলে বাড়ির লোকজনকে মারপিট করে সর্ণালংকার, নগদ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তোফাজ্জল হোসেন বাদী হয়ে শনিবার আমিনপুর থানায় ১০ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে, শুত্রবার বিকেলে সাড়ে ৪টার দিকে।
অভিযোগে জানা গেছে, আমিনপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামে তোফাজ্জল হোসেনের বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে শুত্রবার বিকেলে সাড়ে ৪টার দিকে একই গ্রামের শামুন শেখ, রুবেল শেখ, নয়ন শেখ, সুমন শেখ, লালন মোল্লা, শামীম শেখ গংয়েরা অতর্তিতে ঐ বাড়িতে হামলা চালিয়ে বাড়ির বাড়ির আঙ্গিনায় বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে যার আনিমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা। এসময় বাড়ির লোকজন বাধা দিয়ে তাদেরকে বেদন মারপিট করে সর্ণালংকার ও নগদ দেড় লক্ষাধিক টাকা লুটপাট করে নিয়ে যায়।
এ ঘটনায় বাড়ির গৃহকর্তা তোফাজ্জল হোসেন বাদী হয়ে শনিবার দুপুরে অঅমিনপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।