আম্পানে পাবনায় ব্যাপক ক্ষয়ক্ষতি

পিপ (পাবনা) : স্থলভাগে শক্তি ক্ষয়ে দুর্বল হয়ে এখন পাবনা অঞ্চলে অবস্থান করছে ঘূর্ণিঝড় আম্পান। বুধবার সন্ধ্যা থেকে শুরু হলেও রাত ১২ টার পর থেকে দমকা ঝড়ো হাওয়া ও প্রবল বর্ষণ শুরু হয়। পাবনার নৌবন্দর গুলোকে ৩ নং স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ভোররাত পর্যন্ত চলা ঝড়ের তান্ডবে পাবনার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, আম ও লিচু বাগান, গাছপালা, বৈদ্যুতিক লাইন ও দোকানপাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুৎতিক খুঁটি ভেঙে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কের অনেক গাছ ঝড়ে উপড়ে পড়ায় অনেক সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন এলাকাবাসী।

সকাল থেকেই ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন। আমপানের তান্ডবে কোন প্রাণহানি না ঘটলেও ফসল ও মৌসুমী ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রবল বর্ষণে ডুবে গেছে পাকা বোরো ধান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, পাবনা জেলার মাঠে ধান আম-লিচু ও সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনো পরিমান নির্ধারণ করা সম্ভব হয়নি।

ঈশ্বরদী  আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে। শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ বার্তা সংস্থা পিপ‘কে জানান, ক্ষয়ক্ষতি নিরুপনের চেষ্টা চলছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!