আম্ফান তান্ডবে ক্ষতিগ্রস্থ টলিউড অভিনেতার বিলাসবহুল বাড়ি

বিনোদন: ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলীয় অঞ্চল একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। বিভিন্ন স্থানে গাছ পড়ে যেমন অবরুদ্ধ হয়ে আছে, তেমনি বহু এলাকা পানিবন্দি।

কলকাতা শহরের অনেক জায়গায় গাছ উপড়ে পড়ে, আবার অনেক স্থানে বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আম্ফানের এই তা-ব থেকে রক্ষা পায়নি টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরার বিলাসবহুল বাড়িও।

তার বাড়ির মেঝেতে পানি থই থই করছিল। জানালার কাচ ভেঙে গিয়েছে। বাথরুমের ফলস সেলিং খসে পড়েছে। এসবের বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে এ তথ্য জানিয়েছেন অঙ্কুশ।

ক্যাপশনে লিখেছেন সাইক্লোন নাকি ভূমিকম্প? আমাদের মতো মানুষেরা কিছুটা হলেও এই ক্ষতি সামাল দিতে পারবে। কিন্তু সেই সব মানুষেরা? যারা সব হারালেন? আমরা সবাই একটু তাদের পাশে দাঁড়াই।

অঙ্কুশের বাড়ির এসব ছবি দেখে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন বিত্তবান মানুষদের বাড়ির যদি এতটা ক্ষতিগ্রস্ত হয়, তবে উপকূলবর্তী মানুষদের না জানি কী অবস্থা!

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!