আগামী ২৩ ডিসেম্বর ভোট
ডেস্ক রিপোর্ট: ব্যানার, পোস্টার, তোরণ ৭ দিনের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এক ব্রিফিংয়ে এ নির্দেশ দেন। তিনি বলেন, আগামী ৩০ নভেম্বর একাদশ সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হবে; এর আগে প্রচারণা চালানো যাবে না।
বৃহস্পতিবার সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। জানান ভোট হবে ২৩ ডিসেম্বর।
পরপরই নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে দিয়েছে কমিশন। এরই মধ্যে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা ও ৫৮০ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।
শুক্রবারও ব্যস্ত কমিশন। নির্বাচন প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের জানান কমিশন সচিব। তিনি বলেন, নিবন্ধিত রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চাইলে চিঠি দিতে হবে তিন দিনের মধ্যে।
৭ দিনের মধ্যে সব ব্যানার পোস্টার অপসারণের নির্দেশ দেন তিনি। প্রার্থীরা চাইলে রোববার থেকে অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে পারবেন বলেও জানান ইসি সচিব। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব রাজনৈতিক দলকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।